- নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত ? - সাতপুরা
- পোল্যান্ডের জাতীয় প্রতীক কি ? - সাদা ইগল
- “কুয়োমিনটাং” দলের প্রতিষ্ঠাতা কে ? - সান ইয়াৎ সেন
- কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ? - সামুদ্রিক কচ্ছপ
- আকবরের রাজত্বকালে কোন রাজ কর্মচারীকে বক্সী বলা হত ? - সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারী কে
- নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? - সারামতি
- গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন ? - সারনাথ
- ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ? - সারনাথ
- ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিল তার নাম কি ছিল ? - সার্ভিস বিগল
- প্রাকৃতিক রাবারকে শক্ত করতে কি মেশানো হয় ? - সালফার
- ধূমায়মান সালফিউরিক অ্যাসিডে ধূমায়িত গ্যাসটির নাম কী ? - সালফার ট্রাই অক্সাইড
- অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী ? - সালফার ডাই অক্সাইড
- কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে ? - সালফার ডাই অক্সাইড
- গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয় ? - সালফিউরিক অ্যাসিড
- কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয় ? - সালফিউরিক অ্যাসিড
- অয়েল অব ভিট্রিয়ল কাকে বলা হয় ? - সালফিউরিক অ্যাসিডকে
- রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে ? - সালফিউরিক অ্যাসিডকে
- বুকার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ? - সাহিত্য
- কোন বিষয়ে বুকার পুরস্কার প্রদান করা হয় ? - সাহিত্য
- কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন ? - সি কে নাইডু
- রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরের নাম কি ? - সি ডি দেশমুখ
- ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরের নাম কি ? - সি ডি দেশমুখ
- জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে “কসাইখানার গণহত্যার ” সমতুল্য বলে নিন্দা করেছিলেন কে ? - সি.এফ.এন্ড্রুজ
- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন? - সি.ডি. দেশমুখ
- তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ কি ? - সিংহ
0 Comments
Post a Comment